স্টাফ রিপোর্টার : কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে গতকাল যশোর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ তাঁর টিউবওয়েল প্রতীকে ভোট চেয়ে মতবিনিময় করেন।
ইউপি সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়কালে বক্তব্য রাখেন সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, ইউপি সদস্য জিয়ামত আলী, ইউপি সদস্য নূর ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মুক্তা বেগম, শরিফা খাতুন প্রমুখ।
মতবিনিময় সভায় যশোর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ উন্নত উপজেলা গড়তে তাঁর টিউবওয়েল প্রতীকে ভোট প্রদান করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০৮