শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ গতকাল রবিবার জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় নেত্রকোনা টৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেল সুপর মো. আবদুল কদ্দুস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমীন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং বেসরকারি কারা পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি কারাবন্দীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কারাবন্দী সাংস্কৃতিক দল কর্তৃক পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কারাবন্দীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাবন্দীদের সার্বিক খোঁজখবর নেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় তিনি সস্তোষ প্রকাশ করেন।
কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫