মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি : পুঠিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পরিচিতি মতবিনিময় সভা করেছেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ (পিএএ)। আজ শুক্রবার বিকাল ৪ টার সময় পুঠিয়া প্রেসক্লাব কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া প্রেসক্লাবের সভাপতি হাসমত দৌলা, সহ-সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক জামাল দ্বীন সুমন, সহসাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রুমি, অর্থ-সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অফিস-সম্পাদক হাসিবুও দৌলা, নির্বাহী সদস্য মোঃ আমজাদ হোসেনসহ পুঠিয়া প্রেসক্লাবের অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন,
সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ (পিএএ) বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার সাথে যারা জড়িত আমি সবাইকে সম্মান করি। তিনি বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের পুঠিয়া উপজেলায় দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে দুর্নীতিমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ সহ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন করে একটি আধুনিক পুঠিয়া উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।