গোপীনাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফিন মানিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গোপীনাথপুর আলহাজ্ব শাহ্ আলম বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আকরাম খান, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, ৬নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ভুইয়া। সাউথইস্ট ব্যাংক কসবা শাখার তত্ত্বাবধানে পরিচালিত গোপীনাথপুর এজেন্ট ব্যাংকিং শাখার দায়িত্বে রয়েছে ভাই ভাই এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ আল আমিন সরকার। সাউথইস্ট ব্যাংক গোপীনাথপুর আউটলেট শাখার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, এই প্রথম এলাকায় কোনো এজেন্ট ব্যাংকে পাওয়া যাচ্ছে এটিএম বুথের সুবিধা, যার মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময় টাকা উত্তোলন ও জমা করতে পারবেন। এছাড়াও বিদেশ থেকে আসা রেমিটেন্সে পাবেন সাড়ে তিন পার্সেন্ট বোনাস সুবিধা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাজার পরিচালনা কমিটির সভাপতি আলী জাহের মিয়া, সাধারন সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ নবী মিয়া, ওয়ার্ড মেম্বার মোস্তাক খান, সাবেক মেম্বার শাহ আলম খন্দকার, রফিয়া সুপার মার্কেটের মালিক মামুন খান, বিশিষ্ট ব্যাবসায়ী মশিউর রহমান মিথুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া, সাংবাদিক এসএম নাছির উদ্দিন খান ও মোশারফ হোসেন কবির, সুশিল সমাজের বিভিন্ন শ্রেণীপেশার লোকজন, এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ সহ আরো অনেকে।
কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/সকাল ১০.১৭