সজিব হোসনে নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সামাজিক সম্প্রীতি সুরক্ষা কমিটি এই সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মূহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম, সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক সহ মসজিদের ইমাম, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা। সভায় জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গা পূজা শান্তিপূর্ণ, সকলকে সচেতন হওয়া ও সহযোগিতামুলক মনোভাব পোষন করে শারদীয় উৎসবকে সফল করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮