আন্তর্জাতিক ডেস্ক : রুশ অধিকৃত খেরসন অঞ্চলের একটি হোটেলে রোববার ইউক্রেন ক্ষেপণাস্ত্র চালিয়েছে বলেছে অভিযোগ করেছে রাশিয়া।
এতে এক সাবেক এমপিসহ দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
এক আঞ্চলিক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় রুশপন্থি সাবেক এমপি ওলেকসিয়ে ঝুরাভকো নিহত হয়েছেন।
খেরসনের রুশপন্থি কর্মকর্তা কিরিল স্টেমওসোভ এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই হোটেলে মিজাইল হামলা চালায় ইউক্রেনের সেনাবাহিনী।
তবে এ ব্যাপারে কিয়েভ কোনো দায় স্বীকার করেনি। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন হামলা চালাচ্ছে রাশিয়া। গত সাত মাস ধরে চলা যুদ্ধ এখনো থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/দুপুর ২.৪৬