বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার সকালে ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আনুমানিক ২০ বছর বয়সি ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ)সালাউদ্দিন খাঁন নোমান জানান, পৌর এলাকার ভাদুঘর লেভেলক্রসিং এর পাশ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তবে কোন এক ট্রেনের নীচে ওই ব্যক্তি কাটা পড়েছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
কিউএনবি/অনিমা/২৪.০৯.২০২২/সন্ধ্যা ৬.৫৯