ডেস্ক নিউজ : মাদারীপুরের কালকিনিতে ক্রয়কৃত জমি রক্ষার দাবিতে দিনের পর দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে অসহায় এক দিনমজুর পরিবার। ওই ক্রয়কৃত জমি দখলে নিতে জোরপূর্বক মাটি ভরাটের কাজ শুরু করে দিয়েছে এক প্রভাবশালী মহল। ওই অসহায় পরিবারটি নিরুপায় হয়ে বর্তমানে থানা পুলিশসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিন ঘুরে ও ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, উপজেলার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটবালী গ্রামের অসহায় দিনমজুর মনির সরদারের ভাটবালি মৌজার ১৮ শতাংশ ক্রয়কৃত ভিটার জমিতে জোরপূর্বক মাটি ভরাট করে বেশ কিছুদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে একই এলাকার প্রভাবশালী মোতালেব খান ও তার লোকজন। অসহায় মনির সরদার তাদের বাধা দিলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে মোতালেব ও তার লোকজন। এই জমি ওই দখলদারদের হাত থেকে রক্ষা করার জন্য মনির ও তার পরিবারের লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং পুলিশের কাছে অভিযোগ করেন। কিন্তু তাতে কোনো কাজ না হওয়া মনির সরদার এখন এলাকার বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
অসহায় মনির সরদার বলেন, আমি দুই বছর আগের ওই জমি ক্রয় করি। কিন্তু মোতালেব ও তার লোকজন ওই জমি দখলে মরিয়া হয়ে পড়েছে। জমি দখলকারীদের বিরুদ্ধে আমি খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগও দায়ের করেছি। আমি আমার জমি রক্ষা করার জন্য সবার দ্বারে দ্বারে গিয়ে কোনো ন্যায় বিচার পাচ্ছি না। আমার এখন আল্লাহ ছাড়া কেউ নেই। কারণ গরীবের পক্ষে সমাজের কেউ থাকে না। পুলিশের কাছে গিয়েছি কিন্তু তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে প্রতিপক্ষ মোতালেব খানের দাবি, তিনি কারো জমি দখল করেননি। তিনি যেখানে মাটি ভরাট করছেন ওই জমি তার।
খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. এমদাত হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে ওই জমি জমার বিষয়ের ঘটনার সমাধানের দায়িত্ব ইউপি চেয়ারম্যান ফজলু বেপারী নিয়েছেন। এ ব্যাপারে লক্ষীপুর ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক বেপারী জানান, আমি ওই পরিবারকে বলেছি বিষয়টি দেখব।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৮