বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ২২টি পুজামন্ডপে শারদীয় দুর্গেোৎসব অনুষ্ঠিত হবে। পুজা উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। প্রতিটি মন্ডপে সিসি টিভি ক্যামেরা রাখা ও সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জনের উপর গুরুত্বারোপ করা হয় সভাতে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার, শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী প্রমুখ।
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫৫