মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২২ যথাযথ মর্যাদায় উৎযাপন উপলক্ষ্যে জয়পুরহাট জেলা প্রশাসকের আয়োজনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, হিন্দু বৌধ্য খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ ঋষিকেশ সরকার, সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা,
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর সহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন।আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে জেলার ২৯৩ টি মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সভায় জানান জেলা প্রশসাক।
কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫