মার্কস এ্যাকটিভ স্কুল চেস (দাবা)চ্যাম্পিয়ন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ,
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
২৮২
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ২ দিনব্যাপী মার্কস এ্যাকটিভ স্কুল চেস (দাবা) চ্যাম্পিয়নশীপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ২ দিনব্যাপী দাবা খেলা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক. পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এ মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, টিউফা আইডিয়াল স্কুল, পুলিশ লাইন স্কুল, পেরাছড়া উচ্চ বিদ্যালয়সহ মোট ৬টি স্কুল অংশগ্রহণ করেন। এতে চ্যাম্পিয়ন হয়েছেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয়েছেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।
এ সময় খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার কে এইচ এম এরশাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, ক্রীড়া সংগঠক আজহার হীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫