এম সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ, (দিনাজপুর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বজ্রপাত থেকে রক্ষা পেতে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তায় মঙ্গলবার দুপুরে এক হাজার তাল গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করেন দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব ।ইউপি চেয়ারম্যান হাবিব বলেন, বজ্রপাতে প্রাণহানি থেকে রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাল গাছের চারার গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, প্রটিতি বৃক্ষ আমাদের দেশের প্রাকৃতিক দূর্যোগ থেকে জনজীবন রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে চলেছে। গাছ ফুল, ফল, অর্থের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখছে।তালগাছ মূলত বজ্রপাতের হাত থেকে জন জীবনকে রক্ষা করে। যার যতো টুকু ফাঁকা জায়গা আছে সেখানে একটি হলেও বৃক্ষ রোপণ করি। সবাই অন্তত একটি করে বৃক্ষ রোপণ করলে অনেক বৃক্ষ রোপণ করা সম্ভব।
কিউএনবি/অনিমা/১৩.০৯.২০২২/সন্ধ্যা ৬.৪৯