রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ডের উদ্যােগে ৭৩৭জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্টির  মেধাবী শিক্ষার্থীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আয়োজনে ২০২০-২০২১ অর্থবছরের  খাগড়াছড়ি  জেলার ৯ উপজেলার  মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেছেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড। রোববার(১১সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় ৭৩৭ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয় খাগড়াছড়ি সদর উপজেলায় কলেজ পর্যায়ে ১৫০ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৬০জন দিঘীনালা  উপজেলায় কলেজ পর্যায়ে ৩৮জন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০জন লক্ষীছড়ি উপজেলায় কলেজ পর্যায়ে১৫জন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৮জন মহালছড়ি উপজেলায় কলেজ পর্যায়ে ১২জন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০জন মাটিরাঙ্গা উপজেলায় কলেজ পর্যায়ে ৩৭জন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৬৫জন গুইমারা উপজেলায় কলেজ পর্যায়ে ২৫জন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৬জন পানছড়ি উপজেলায় কলেজ পর্যায়ে ২৯জন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪৫জন রামগড় উপজেলায় কলেজ ১৩ পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৫জন মানিকছড়ি উপজেলায় কলেজ  পর্যায়ে ৮জন বিশ্ববিদ্যালয় ২জন সহ খাগড়াছড়ি জেলার কলেজ পর্যায়ে ৩২৭ জন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪১০ জন সহ মোট ৭৩৭জন  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, আমার জীবনে কখনো শিক্ষাবৃত্তি পায় নি। কিন্তু নিজে শিক্ষাবৃত্তি না পেলেও এখন শিক্ষার্থীদের মাঝে নিজে হাতে বৃত্তি দিতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। বৃত্তি নেয়ার চাইতে বৃত্তি দিতে পারাটাও আমার জন্য অতি আনন্দের। তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশকে নিয়ে ভাবেন। সারা বাংলাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।আমরা পার্বত্য চট্টগ্রামকে একটি সুন্দর পার্বত্য চট্টগ্রাম হিসেবে দেখতে চাই। একটি সুস্থ্য,উন্নত- সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম হিসেবে দেখতে চাই।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্ম-সচিব মোঃ ইফতেখার আহমেদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সচিব মোঃ জসিম উদ্দিন,পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit