বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়ায় বিদ্যুৎস্পর্শে মো. ইসমাইল হক (৪০) নামে এক যুবক মারা গেছেন। ইসমাইল হক ওই গ্রামের সাজিদুর রহমানের ছেলে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকেই ইসমাইলের বাড়িতে বিদ্যুতের সমস্যা ছিলো। শুক্রবার সকালে ইসমাইল তার বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটিতে বাঁশ দিয়ে আঘাত করে লাইন সচল করার চেষ্টা করে। এ সময় বিদুতের তার ছিড়ে ইসমাইলের শরীরে পড়ে। এতে ঘটনাস্থলেই ইসমাইল মারা যান।
কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩