স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক প্রধান কোচ গ্রেগ চ্যাপেল আর সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সম্পর্ক যে আদায় কাঁচকলায়, সেটা সবাই জানে। আজ সোমবার শিক্ষক দিবস। সাবেক ক্রিকেটাররা নিজেদের কোচ দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছেন। আর সৌরভ শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তার চির অপছন্দের মানুষ গ্রেগ চ্যাপেল।তালিকায় আরও আছেন দেবু মিত্র, জন রাইট এবং গ্যারি কার্স্টেন।
বাকী নামগুলো ঠিকঠাক থাকলেও গ্রেগ চ্যাপেলের নাম দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সৌরভের হাত ধরেই ভারতীয় ক্রিকেট দলে কোচিং করাতে এসেছিলেন গ্রেগ চ্যাপেল। কিন্তু আসতে না আসতেই তিনি সৌরভের বিরুদ্ধে অতিরিক্ত পরিশ্রম না করার অভিযোগ তুলে বসেন। সেই অভিযোগ তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এতটাই গুরুতর হয়ে ওঠে যে, প্রথমে সৌরভের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। তারপর তাকে দল থেকেও বাদ দেওয়া হয়েছিল।
এরপর থেকে সৌরভের ক্রিকেটীয় ক্যারিয়ারে শুরু হয়েছিল এক অন্য লড়াই। প্রত্যাবর্তনের লড়াই। সত্যি কথা বলতে কী, গ্রেগ চ্যাপেল ওইভাবে সৌরভকে দল থেকে বাদ না দিলে হয়ত ভারতীয় ক্রিকেট ইতিহাস কখনই মহারাজকীয় প্রত্যাবর্তনের অধ্যায় বাঁধিয়ে রাখতে পারত না। ওই সময় এই ঘটনা ছিল ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা। এই ‘অবদান’ অবশ্যই গ্রেগ চ্যাপেলের। ফলে আজকের এই বিশেষ দিনে গ্রেগ চ্যাপেলের প্রতি সৌরভের শ্রদ্ধাজ্ঞাপন অবিশ্বাস্য বটে!
তবে সৌরভ টুইট করার পর থেকেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয় যায়। প্রিয় শিক্ষকদের তালিকায় গ্রেগ চ্যাপেলের নাম দেখে অনেকেই হতবাক হয়েছেন। উৎকর্ষ শ্রীবাস্তব নামে একজন ইউজার মন্তব্য করেছেন, ‘এটা আসলে দাদার মহানুভবতা। ‘ অভিজিৎ দেশমুখ লিখেছেন, ‘সুন্দর… ব্যর্থতাই জীবনের সবথেকে বড় শিক্ষক। ‘ আবার মণীশা রাজপুত লিখেছেন, ‘দাদা, আপনি খুব ভালো মজা করতে পারেন। কমেন্ট সেকশনটা বন্ধ করে রেখেছেন কেন?’ এ৪অনুভব নামে একজন ইউজার লিখেছেন, ‘দাদা এটা দেখে তো গ্রেগ চ্যাপেল কেঁদে ফেলবে। ‘
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৮