জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : গড়াছড়ি পুলিশ লাইন্স ড্রীল শেডে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে অবৈধ সমাবেশ জনতা ছত্রভঙ্গ করার উদ্দেশ্য শক্তি প্রয়োগের যথাযথ নিয়ম অনুসরণ সংক্রান্তে বিশেষ বিফ্রিং প্রদান করেন পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রীল শেডে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক অবৈধ সমাবেশ/জনতা ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে শক্তি প্রয়োগের (Application of Force) যথাযথ নিয়ম অনুসরণ সংক্রান্তে বিশেষ ব্রিফিং প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন,খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম ।
প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম বলেন,পুলিশ বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী পুলিশ বাহিনী জনসাধারণের জানমালের হেফাজত থেকে শুরু করে রাষ্টের সকল প্রকার আইন-শৃংখলার কাজে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করছে জানিয়ে তিনি আরো বলেন অবৈধ সমাবেশ জনতা ছত্রভঙ্গ করার উদ্দেশ্য শক্তি প্রয়োগের যথাযথ নিয়ম অনুসরণ করে কৌশলগত ভাবে মানুষ এবং জানমালের ক্ষতি না করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম সেবা,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কে এম এইচ এরশাদ, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো:আরিফুর রহমান উপস্থিত ছিলেন।খাগড়াছড়ি কর্মরত অফিসার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপারের বিশেষ বিফ্রিং
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৪