ডেস্ক নিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে এক দরিদ্র কৃষকের ৩০ শতক জমির ২০০ লাউ গাছ কেটে ফেলেছে দৃর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম বদর আলী শেখ। তিনি বলেন, আমি বাড়ির পাশে অন্যের ৩০ শতাংশ জমি লিজ নিয়ে লাউ চাষ করেছি। মঙ্গলবার সকালে ক্ষেতে লাউ কাটতে গিয়ে দেখি সবগুলো গাছের গোড়া কাটা।
বদর আলী বলেন, রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে। এতে আমার এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি ক্ষেত-খামার করে সংসার চালাই। আমি এখন কীভাবে সংসার চালাব, দুশ্চিন্তায় আছি।কাশিয়ানী থানার ওসি মো. সওগাতুল আলম বলেন, এ বিষয় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮