মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে চোরাই ১ লক্ষ ৪ হাজার ৬ শত ৫০ টাকা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো, নরসিংদীর রায়পুরা উপজেলার পীরপুর মধ্যপাড়া এলাকার মৃত সাদত আলীর ছেলে ছাত্তার(৩৮) ও বেলাব উপজেলার ভাওয়ালেরচর এলাকার মৃত আঃ আজীজ এর ছেলে ইউসুফ আলী (২২)।মঙ্গলবার (৩০ আগস্ট) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আল-আমিন এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস রিলিজে জানানো হয় যে, গত ১৯ আগস্ট, ২০২২ইং তারিখ দিবাগত রাত ০৯.০০ টা হতে ২০ আগস্ট, ২০২২ইং তারিখ সকাল অনুমান ০৮.১০ টার মধ্যে বেলাব থানার নারায়নপুর এলাকায় অবস্থিত সাজেদা ফাউন্ডেশন এর পিয়ন কাম গার্ড রায়পুরা উপজেলার পীরপুর এলাকার মৃত সাদাত আলীর ছেলে সাত্তার (৩৮) সাজেদা ফাউন্ডেশন এর অফিস কক্ষে থাকা আলমারির লকার ভেঙে চার লক্ষ ৯১ হাজার ২০০ টাকা চুরি করে।এ বিষয়ে গত ২৬ আগষ্ট ৩৮১ ধারায় বেলাব থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলা নং-১০ ।এরই পরিপ্রেক্ষিতে নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী এবং বেলাব থানা পুলিশের একটি টিম বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালনা করে ২জনকে আটক পূর্বক তাদের নিকট হতে ১,০৪,৬৫০ (এক লক্ষ চার হাজার ছয়শত পঞ্চাশ) টাকা উদ্ধার করেন।
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২০