মায়ের স্বপ্ন ছুঁয়ে রয় মেয়ে
————————————
রাতের শহর জেগে রয়
শহরটা আলো ঝলমল করছে ,
চারিদিকে শুধুই আলোর ঝলকানি
হাডসন নদী তীরে সন্ধ্যার ম্যানহাটন।
আত্মজার দু’হাত ধরে বসে আমি
ওর মনের খেলাঘরে কোন স্বপ্ন ছুঁয়ে যায়
জানিনা আমি ,তবু আমিও মুগ্ধ রই
ঘুড়ি উড়াই স্বপ্নের সাথে আমার আত্মজার।
যে রঙ বেরঙের আলো আমাদের দু’চোখ
ছুঁয়ে রয় হাডসন নদী তীরে
ওই আধুনিক শহর ম্যানহাটনে।
তুরাগের শ্রাবণ সন্ধ্যার কিছুটা
অবিরাম বর্ষন ঝিরি ঝিরি হাওয়া
আমার ভালোবাসায় ,উড়িয়ে নিয়ে
আসি ওই মহাকাশ পথে ।
পূর্বে বা পশ্চিম যেখানেই রই আমি
এই গোলার্ধের,
মাথার উপর যে তারকাখচিত রাতের আকাশ
তা স্বপ্ন দেখায় সবখানে।
তাই তো মায়ের স্বপ্ন ছুঁয়ে রয় মেয়ে
মেয়ের স্বপ্ন মা
পরম নির্ভরতা ও ভালোবাসায় ।
লেখিকাঃ শাহনাজ পারভীন মিতা সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত মুখ। ফেসবুকের টাইমলাইনে মাঝে মাঝে ঝড় তুলেন মিতা। জীবনের খন্ড চিত্র আঁকতে পারদর্শিনী শাহনাজ পারভীন মিতা ফেসবুক গ্ৰুপ মেইন্টেইন করেন সহপাঠিদের নিয়ে।
প্রিয় কন্যাকে নিয়ে তাঁর এই আবেগ কবিতার পোস্টটি আমরা সংগ্রহ করেছি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে।
কিউএনবি/বিপুল/২০.০৮.২০২২/ দুপুর ১.০১