স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্ম বার্ষিকীতে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেলে দালিয় কার্যালয়ের পাশে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, আব্দুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, ফারুক হোসেন, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, একে আজাদ, জুলফিকার আলী ভূট্টো,থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, আব্বাস উদ্দিন, আইয়ুব আলী, হাজী মিজানুর রহমান, রহিম গাজী, নুরুজ্জামান,থানা ছাত্রদলের আহবায়ক অলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে মুফতি মফিজুর রহমানের পরিচালনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৯