সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

ভাড়া বৃদ্ধি: খুলনায় ২৪ ঘণ্টা ট্যাংক-লরি বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টা পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা ট্যাংক-লরি ও জ্বালানি মালিক সমিতি। রোববার (৭ আগস্ট) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। 

এর ফলে দক্ষিণাঞ্চলের এই বিভাগটির প্রায় ১৪ জেলায় আজ জ্বালানি তেল পরিবহন হচ্ছে না বলে জানা গেছে। 

এর আগে শনিবার (৬ আগস্ট) রাতে ট্যাংক-লরি মালিক সমিতি ও জ্বালানি তেল পরিবেশক সমিতির এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। একইসঙ্গে জ্বালানি তেল উত্তোলনও বন্ধের ঘোষণা দেয়া হয়।
 
বিষয়টি নিশ্চিত করে জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে আমাদের ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলবে। এ সময় জ্বালানি তেল উত্তোলন, পরিবহন বন্ধ থাকবে।

সেইসঙ্গে খুলনার বিভিন্ন ডিপো থেকে দক্ষিণাঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধেরও ঘোষণা দেয়া হয় বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit