লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোঃ আমিরুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল, এএসআই মোঃ মোফাজ্জল হোসেন, এএসআই মোঃ আমিনুল ইসলাম, এএসআই ফরহাদ আলীসহ সঙ্গীয় ফোর্স আদিতমারী উপজেলার হাসপাতাল এলাকার সামনে বুড়িমারী হতে লালমনিরহাট আসা একটি প্রাইভেটকারকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোয়েন্দা পুলিশের চৌকস চেষ্টায় লালমনিরহাট সদর উপজেলার জজ কোর্টের সামনে কারটি আটক করা হয়। পরে প্রাইভেটকারের ব্যাক ডালার ভিতর হইতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় একশত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং মাদকদ্রব্য বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৩