বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আখাউড়ায় মাদক সম্রাজ্ঞী লক্ষী বেগম (৩৬) ইয়াবা সহ আটক আখাউড়ায় মাদক সম্রাজ্ঞী লক্ষী বেগম (৩৬) ইয়াবা সহ আটক ইসমাঈল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে লক্ষী বেগম (৩৬) নামে এক শীর্ষ মাদক সম্রাজ্ঞীকে ইয়াবা সহ আটক করেছে থানা পুলিশ।
আটককৃত লক্ষী বেগম উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাদিক মামলা রয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপ-পরিদর্শক মোঃ সালেক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় কাছ থেকে ২০০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী লক্ষ্মী বেগমের বাসায় অভিযান চালায় পুলিশ এ সময় তার স্বীকারোক্তিতে বাসার ছাদের উপর ফুলের টপ থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮