শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”- এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হচ্ছে। অন্যদিকে জেলার কলমাকান্দা ও কেন্দুয়ায় ফিসারীতে মাছ নিধন করছে দুর্বৃত্তরা। এতে করে ফিসারীর মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জানা গেছে, জেলার কলমাকান্দার কৈলাটী গ্রামের ফেরদৌস ৫ বছর ধরে উপজেলার হাফানিয়া গ্রামে পাকা সড়কের পাশে ১.৬০ শতাংশ জমিতে ফিসারী করে পাবদা, রুই, কাতলা প্রজাতির মাছ চাষ করছিলেন। একই এলাকার মো. এমজাদ মিয়া, মো. রুপচান মিয়া, মো. দু- জাহান মিয়া, মোখলেছ মিয়া, জামাল উদ্দিন, খায়রুল ইসলাম, মানিক মিয়াসহ অজ্ঞাত ৪- ৫জন ফেরদৌসের ফিসারীর ক্ষতি সাধন ও তাকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকি প্রদান করে। গত ৩ জুলাই ভোরে উল্লেখিত লোকেরা ফেরদৌসের ফিসারী থেকে জাল দিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ৬৫ মন পাবদা, রুই, কাতলা মাছ মেরে নিয়ে যায়। এ ব্যাপারে ফেরদৌস কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অন্যদিকে জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের বাবুল মিয়ার ফিসারীতে গত ২৪ জুলাই রোববার রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে প্রায় ১০ রাখ টাকার মাছ পানিতে ভেসে উঠেছে। বাবুল মিয়া বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান বিষয়টি দেখবেন বলে তিন দিনের সময় নিয়েছে। উপজেলা মৎস্য বিভাগের লোকজন ক্ষতিগ্রস্ত ফিসারী পরিদর্শণ করেছে বলে ফিসারীর মালিক বাবুল মিয়া জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫১