ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি :সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের (জিএসএমসি) ফটোগ্রাফারদের সংগঠন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ফটোগ্রাফি ক্লাবের (জিএসএমসি ফটোগ্রাফি ক্লাব) ২০২২-২৩ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি এমবিবিএস-২৩তম ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম ও সাধারণ সম্পাদক বিডিএস-১৪তম ব্যাচের শিক্ষার্থী সাবিহা আক্তার মুন্নি নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৪ জুলাই) জিএসএমসি ফটোগ্রাফি ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মহিব উল্লাহ খন্দকার ও উপদেষ্টা মন্ডলির সদস্য ডা. আশরাফি আক্তার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি ঘোষণা করা হয়।এক বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দুর্জয় দাস ও শামসুন নাহার সোমা, সহকারী সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জোহরা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হক ইমন, দপ্তর সম্পাদক তাহসিনা ইয়াসমিন, প্রদর্শনী বিষয়ক সম্পাদক জ্যোতির্ময় সাহা, অর্থ সম্পাদক নুর-এ-জান্নাত তাসনিম, তথ্য, যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক সাফায়েত হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনার্ধন রায়’।
উক্ত কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন মুশফিকা জাহান মিতু, নূরে ফারহানা, নওরীন বিনতে জামান, মোঃ নাইমুল হাসান নাইম, ব্লেস দীপান্বেশ তালুকদার দ্বীপ ও মাহিনুর রহমান।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৮