বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক তরুণীর উপর দিয়ে ট্রেন গেলেও অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন। শুক্রবার সন্ধ্যায় আখাউড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার শিকার তরুণি হলো উপজেলার বড় কুড়িপাইকা গ্রামের লিটন ভূঁইয়ার মেয়ে ও একই এলাকার জুনাইদ গাজীর স্ত্রী। সামান্য ব্যথা পাওয়া ওই তরুণি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। ঘটনার সময় স্বামী ও আরেক স্বজন তরুণির সঙ্গে ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলার গাজীর বাজার এলাকার মো. আমজাদ ভূঁইয়া বলেন, ‘সন্ধ্যায় দুই তরুণি ও এক যুবক তিতাস ব্রিজের উপরে উঠে ছবি তুলছিলো। নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেন আসতে দেখে তাদের প্রত্যেকেই সরে যেতে চান। এর মধ্যে সবার সামনে থাকা তরুণি লিজা হোঁচট খেয়ে রেললাইনে পড়ে যান। তার উপর দিয়ে ট্রেনটি চলে যায়।’তিনি আরো বলেন, ‘আমি মূলত ট্রেনের ভিডিও করছিলাম। তখন ওই মেয়েটি ট্রেনের নিচে পড়ে থাকার ভিডিও ধারণ হয়। ট্রেনটি চলে যাওয়া মাত্র তরুণির মাথায় পানি ঢেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
তবে এ বিষয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে চাননি। হাসপাতাল থেকে তারা তড়িঘড়ি করে লিজাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক মো. ইকরাম জানান, ওই তরুণির শরিরে ব্যথা আছে। তবে আঘাতের কেনো চিহ্ন নেই। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গেছেন। আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, এ ধরণের ভিডিও’র কথা শুনেছেন। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪৮