তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নিজ ঘরে বিদ্যুৎতায়িত হয়ে নিকাস চিচাম (৫০) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বংশিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত উত্তম চিগিডিং এর ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিকাস চিচাম নিজ ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগানোর কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্ত্রী ঘরে এসে দেখতে পায় তিনি মাটিতে পড়ে আছে। এই দৃশ্য দেখে ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে নিকাস চিচামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আনিস আহমেদ জানায়, এ মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩