বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত যুবক আরাফাত (২০) মারা গেছেন। সোমবার ( ১৮জুলাই) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আরাফাত নবীনড়র উপজেলার বড়াইল ইউনিয়নের মেরাতুলী গ্রামের সফর আলীর ছেলে। এর আগে গতকাল রোববার (১৭ জুলাই) একই ঘটনায় বল্লমের আঘাতে শাহ আলম (৩৫) নামে এক যুবক নিহত। তিনি মেরাতুলী গ্রামের মৃত মালেক সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মেরাতুলী গ্রামের জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের ঝগড়া হয়। বিষয়টি মিমাংসার জন্য শনিবার রাতে সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে জিয়া নামে একজন না আসার কারণ জানতে চাইলে শাহ আলমের ওপর হামলা করে বৈঠকে উপস্থিত সফর মিয়া ও সাঈদুলসহ কয়েকজন। এর একপর্যায়ে দুইপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত শাহ আলমকে ঢাকায় নেওয়ার পথে রোববার ভোরে তার মৃত্যু হয়। আহত আরাফাতকে হাসপাতালে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, দুইজন নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।
কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:০৩