আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে কিছুতেই পারমাণবিক সক্ষম হতে দেবে না যুক্তরাষ্ট্র। তেহরানকে একসঙ্গে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। সেই সঙ্গে একটি কৌশলের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে ‘জাতীয় শক্তির সম্ভাব্য সব বিষয়’ ব্যবহার করবে ওয়াশিংটন। বাইডেন-লাপিদের যৌথ বিবৃতিতে অঞ্চলটিতে শান্তি ফেরাতে দুই রাষ্ট্র গঠনকে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন। তবে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন নীতি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি বাইডেন।
কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৩