আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির সাধারণ জনতা। দেশজুড়ে সহিসংতা পরিহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এক টুইটবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেছেন, শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি গুরুত্বপূর্ণ যে, সংঘর্ষের মূল কারণ এবং আন্দোলনকারীদের অভিযোগ সমাধান করা।
সংকট থেকে উত্তরণে দেশটির সব দলের নেতাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমঝোতার মনোভাব গ্রহণের আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে শ্রীলঙ্কার ‘দেশত্যাগী’ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে চড়ে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মালদ্বীপ ছেড়ে চলে গেছেন।
গোতাবায়া তার স্ত্রী এবং কলম্বো থেকে তার সঙ্গে পালিয়ে যাওয়া দুই নিরাপত্তা কর্মকর্তাসহ সিঙ্গাপুরে যাচ্ছেন। মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ সদস্যরা তাকে বিমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে।
সূত্র: ইউএন, তামিল গার্ডিয়ান
কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪