এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাইক্রো ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বাধীন হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী স্বাধীন হোসেন যশোর শহরের কাঠালতলা এলাকারবাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একই এলাকার বাসিন্দা ইবাদত আলীর ছেলে ইমন হোসেন (১৭) ও হাছান আলী (১৮)। আহত হাছান আলী ও ইমন হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে চেপে তিন জন যশোর থেকে চৌগাছায় আসছিলো। তারা চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক চৌগাছা থেকে একটি মাইক্রো (ঢাকা মেট্রো-চ -৫১-৭৭০৭) যশোরের দিকে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা যশোরের কাঠালতলা এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে স্বাধীন হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। স্বাধীনের মাথায় এবং বুকে প্রচন্ড আঘাত লেগেছে। মোটরসাইকেল থাকা অপর দুইজন একই এলাকার ইবাদত হোসেনের ছেলে ইমন হোসেনের বাম পা ভেঙ্গে গেছে এবং হাছান আলীর মাথায় আঘাত লেগেছে। তারা বর্তমানে যশোর ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন নিহতের মরাদেহ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫০