বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় আক্রান্ত বানবাসী প্রায় দুই শতাদিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চিড়া, মুড়ি, চিনি, কয়েক প্রকার বিস্কুট, খাবার স্যালাইন সহ, অন্যান্য খাদ্য সামগ্রী। বুধবার ও বৃহস্পতিবার সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রানীখা ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যায় আক্রান্ত গরীব ও অসহায় মানুষের মাঝে এ সকল ত্রান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আমেরিকা প্রবাসী মোঃ ওমর ফারুক, ইরাক প্রবাসী মোঃ জীবন, সৌদি আরব প্রবাসী মামুন আহাম্মেদ সহ আরো অনেক প্রবাসীদের অর্থায়নে ও ব্যাবস্থাপনায় পরিচালিত ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন, হাফেজ মুর্শিদ আলম আশেকী ও মাওলানা মোঃ জামাল উদ্দিন। এসময়ে উপস্থিত ছিলেন, স্থানীয় মাদ্রাসার সুপার মাওলানা সায়েদুল ইসলাম।
খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, মাওলানা জামাল উদ্দিন ও মুর্শিদ আলম আশেকী। তারা জানান, আমরা সিলেটের বন্যা আক্রান্ত বান বাসী প্রায় দুই শতাদিক পরিবারের জন্য এই সামান্য খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমরা অনেক খুশি। আর এই কাজটি করার জন্য যারা আমাদেরকে অর্থ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন প্রবাসীসহ অন্যান্যদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ত্রান সামগ্রী বিতরণ শেষে উপস্থিত সকলকে নিয়ে মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে কার্যক্রমের পরিসমাপ্তি হয়।