ডেস্ক নিউজ : ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়ার কেড়াগাঁছি সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ কামরুজ্জামান বুলু নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, তার কাছ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে তার নামে মামলা করা হয়। স্বর্ণের ওজন ৮২০ গ্রাম। এসব স্বর্ণের মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।
কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০২