উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, যুগ্ম সম্পাদক শেখ তজিবর, জেলা ছাত্র লীগের শাহীন আহমেদ, কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক আজমাইন, যুগ্ম-আহবায়ক রিফাত চৌধুরী, এস এম রায়হান সুফল, মুন্না হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ ঘোষ হৃদয়সহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
কলেজ ছাত্রলীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক আজমাইন জানান, পানি বন্দিদের তালিকা করে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধ পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা স্বেচ্ছায় এবং নিজস্ব অর্থায়নে এ ত্রাণসামগ্রী বিতরণ করছি। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন বলেন কলেজ ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে পানি বন্দি এসব মানুষের পাশে দাঁড়িয়েছে।আমি সমাজের বিত্তবানদের আহ্বান করবো আপনারা সবাই এসব পানি বন্দি মানুষের পাশে দাঁড়ান।কার কখন বিপদ আসে বলা যায় না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষন করছি। আমাদের ছাত্রলীগের কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের প্রাণপ্রিয় অভিভাবক আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের পরামর্শে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে পানি বন্দি এসব মানুষের পাশে দাড়ানোর জন্য এরি অংশ হিসেবে আজ কলেজ শাখা ছাত্রলীগ এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।আমাদের উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় মানুষদের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।