শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় বিষ্ফোরক আইনে পুলিশের দেওয়া মিথ্যা মামলায় মহামান্য হাই কোটের বিজ্ঞ আদালতের একটি বেঞ্চ ২২ বিএনপি নেতা কর্মির আগাম জামিন দিয়েছে। ২১ জুন মহামান্য হাই কোটের বিজ্ঞ আদালতের ২৩ নং বেঞ্চ আসামীদের আগামী ৬ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন। মামলায় আইন জীবী হিসেবে ছিলেন এ্যাডঃ নিতাই রায় চৌধরী।
সূত্রে জানা গেছে, গত ১১ জুন নাভারনে একটি তুচ্ছ ঘটনাকে কেন্ত্র করে শার্শা থানা পুলিম ২৬ জনকে আসামী করে বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করে। এ মামলায় অজ্ঞাত আসামী করে আরও ২৫/৩০ জনকে। এ মামলায় আটক করে ৪ জনকে। যার মামলা নং ৫, তাং ১১/০৬/২২। আটক আসামীরা হলো শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, সদস্য সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপি কর্মি তরিকুল ইসলাম ও মনিরুল হোসেন ।
মামলা সূত্রে জানাগেছে ,গত ১০ জুন সন্ধা রাতে বিএনপিনেতা কর্মিরা একত্রিত হয়ে বুরুজবাগান হাসপাতালের সামনে জনমনে আতংক সৃষ্টি করার জন্য ককটেল ও বোমার বিষ্ফোরন ঘটিয়েছেএমন অভিযোগে পশার্শা থানা পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক আইনে ২৬ জন বিএনপিনেতা কর্মিকে আসামী করে বিষ্ফোরক আইনে মামলা দেয়।।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এ্যাড মোস্তফা কামাল মিন্টু বলেন, গত ১১ জুন শার্শার নাভারন বাজারে প্রকাশ্যে সন্ধা রাতে দূর্বৃত্তরা মফিজুর নামে এক যুবদল কর্মিকে চাকু মেরে আহত করে। তারই জের ধরে পুলিশ অতি উৎসাহিত হয়ে ২৬ জন বিএনপি নেতা কর্মির নামে বিষ্ফোরক আইনে মামলা করে। সে মামলায় ২১ জুন মহামান্য হাই কোটের বিজ্ঞ আদালতের ২৩ নং বেঞ্চ আসামীদের আগামী ৬ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন। মামলায় আইন জীবী হিসেবে ছিলেন এ্যাডঃ নিতাই রায় চৌধরী। জামিন প্রাপ্ত আসামীরা আগামী ৬ সপ্তাহের মধ্যেযেকোন দিন যশোর বিজ্ঞ আদালত থেকে স্থায়ী জামিন নিবেন বলে জানান। তিনি বলেন মিথ্যা মামলা ও হামলা করে শার্শা বিএনপি’র আন্দোলনকে দাবানো যাবে না।
কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯