ডেস্ক নিউজ : পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার। আজ মঙ্গলবার (২১ জুন) রাজধানীর মিন্টু রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হাফিজ আক্তার বলেন, আর তিন দিন পরে আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানসহ এই উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চল ছে।
কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯