বিনোদন ডেস্ক : কাশ্মীরি পণ্ডিত হত্যা আর গরুপাচার সন্দেহে মুসলিমদের আক্রমণ একই অপরাধ— এমন মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। তার বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়।
সাই পল্লবীর ভাষ্যমতে, আমি বিশ্বাস করি সহিংসতা খারাপ, তা যে ফর্মেই হোক না কেন। এবং যে কোনো ধর্মের নামে সহিংসতা পাপ। সাই পল্লবী আরও বলেন, জীবন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। যা হোক, ১৭ জুন মুক্তি পেয়েছে সাই পল্লবীর সিনেমা ‘বিরতা পারবম’। এ সিনেমায় তার নায়ক রানা দাগ্গুবতি। সিনেমাটিতে সাই পল্লবীর চরিত্রের নাম বেনেলা। নব্বই দশকে তেলেঙ্গানায় নকশালবাদের পটভূমিতে গড়ে উঠেছে ‘বিরতা পারবম’ সিনেমার কাহিনি। রানার চরিত্রের নাম কমরেড রাবনা। একসময় রানার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাই পল্লবীর। রানাকে পেতে ঘর ছাড়েন তিনি।
তথ্য সূত্র: বলিউড হাঙ্গামা
কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫২