আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে লিখন চন্দ্র রায় নামের ষষ্ট শ্রেনীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭ টা ৩০মিনিটে সোনরায় ইউনিয়নের বড়গাছা গ্রামের রেল লাইন পারাপারের সময় ওই এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে লিখন চন্দ্র রায়(১১) চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী বলেন, গত তিনদিন ধরে লাইন পাড়া মন্দিরে সনাতন ধর্মালম্বীদের হরিনাম সংকির্ত্তন চলছিলো।
আজ শনিবার ভোরে শেষ হয়েছে। সেখানে আনন্দ উল্লাসে অত্র এলাকার মানুষজনের ঠিকমত ঘুম হয়নি। হয়তো লিখন রেল লাইনে বসে থাকা অবস্থায় ঘুম ঘুম ভাব ছিল। ফলে এ দূর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী রেললাইনে কাটা পড়ে লিখনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০