বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এস.এস.সি পরীক্ষার্থীর (১৭) বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কম বয়সি মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে কনের বাবাকে। ফিরিয়ে দেওয়া হয় বিয়েতে আসা অতিথিদেরকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগরিয়া গ্রামের বাসিন্দা এস.এস.সি পরীক্ষার্থীর সঙ্গে এক প্রবাসীর বিয়ের দিন ধার্য্য ছিলো বুধবার।
বিয়ের সব ধরণের প্রস্তুতিও নেওয়া হয় কনের বাড়িতে। গোপনে খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন সেখানে যায়। বিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশসহ সেখানে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এ সময় তিনি বিয়ে বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না বলে কনের বাবা এ সময় অঙ্গীকার করেন।
কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫