ডেস্ক নিউজ : কানাডার ক্যালগেরিতে ২৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বৈশাখী আনন্দ মেলা ও ঈদ পুনর্মিলনী”। এই উপলক্ষ্যে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরির “উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্টে” এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক ও নানা আয়োজনের কথা তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন বিখ্যাত ব্যান্ড দল ফিডব্যাক এর লিড ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন ও ফোকখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী পিন্টু ঘোষসহ আয়োজকরা। এছাড়াও উপস্থিত ছিলেন “প্রবাস বাংলা ভয়েস” এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল “চ্যানেল আই” ও “প্রবাস বাংলা ভয়েস”। সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচী ও লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠক শুভ্র দাস। তিনি জানান, প্রজন্ম থেকে প্রজন্মাতরে আমাদের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এই আয়োজন। তিনি জানান, আমাদের এই আনন্দ ঘন মূহুর্তকে স্মরণীয় করতে বাংলাদেশ থেকে এসেছেন বিখ্যাত ব্যান্ড দল ফিডব্যাক এর লিড ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী পিন্টু ঘোষ। প্রবাসের মাটিতে তাঁরা তুলে ধরবেন আশি এবং নববই দশকের সেই সব বিখ্যাত গান। অন্যদিকে ফোকখ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী পিন্টু ঘোষও তুলে ধরবেন আবহমান বাংলার জনপ্রিয় গানগুলি যা আমাদেরকে নিয়ে যাবে শৈশবের বাংলাদেশে।
কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৯