বিশ্ববিদ্যালয়ের মেয়ে
————————–
এই যে ভাবী, আপনার মেয়ে তো দেখতে শুনতে ভালো, বড় হয়েছে বেশ কিন্তু বিয়ে দিবেন না ? হ্যা ভাই বিয়ে তো দেব কিন্তু উপযুক্ত পাত্র দেখি না!
কি যে বলেন ভাবি ” আমার কাছে একটা পাত্র আছে ছেলে কলেজে শিক্ষকতা করে” অনেক ভালো আপনারা চাইলে কথা বলতে পারি;
আচ্ছা বলেন।
সেদিন আমাকে দেখতে এসে তাদের সবকিছু পছন্দ হয়েছিল, কিন্তু সমস্যা হলো মেয়ে চোখে চোখ রেখে কথা বলে। এই মেয়ে ঠোঁট কাটা মেয়ে! যে মেয়ে এমন ঘর ভর্তি মানুষের সামনে যেটা জিজ্ঞেস করে সেটার উত্তর দেয় সে মেয়ে কখনো ভালো হয়না ! পাশ থেকে ছেলের চাচা জিজ্ঞেস করেন, তুমি কোথা থেকে পড়াশুনা করছো ?
আমি বললাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি !
ইয়ে আল্লাহ! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়ে ! এরা তো শহরে নোংরামি করে বেড়ায়। পুরো ঢাকা শহরের মানুষ গুলোকে এরা নাচিয়ে বেড়ায়। এরা তো পুরুষ মানুষের মতো চলাফেরা করে, এদের মধ্যে মেয়েদের কোন বৈশিষ্ট্য ই নাই। এদের কি কোন সুস্থ্য পুরুষ বিয়ে করে?
আমি আশ্চর্য! আমি তো কখনো কাউকে এমন দেখিনি!
লোকটা বললেন জগন্নাথের ছেলেরা রোড ব্লক করে ক্রিকেট খেলে, ছেলে মেয়ে এক সাথে নষ্টামি করে, চাঁদাবাজি করে !
উনি বললেন তুমি কোথায় থাকো ? আমি বললাম আমি হোস্টেলে থাকি। উনি বললেন, হোস্টেল ভালো মেয়েদের জন্য না, এই মেয়ে আমরা নিব না ।
আমি শেষে বললাম আপনারা জোড় করলেও আমি আপনাদের বিয়েতে রাজি না। চিন্তা চেতনা উন্নত করুন।
সেবার আমার বিয়েটা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কি আসলেই খারাপ? আপনার চিন্তা চেতনা কি বলে ? বিশ্ববিদ্যালয়ে কখনো মূর্খ মেয়েরা বা যারা নোংরামি করে তারা পড়তে আসে ?
জগন্নাথের মেয়েদের আবার কি হলো ! আপনারা এমন একটা উদাহরণ দেখান যে আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে ? বরং আপনারা তাদের সাথে খারাপ ব্যবহার করেন। বাসে,ট্রেনে, গাড়িতে অনিয়মিত ধাক্কা তো আছেই, আরো কতো কি ! ভার্সিটির ছেলে মেয়েরা চোখে চোখ রেখে কথা বলে, আপনারা অন্যায় করলে তারা সেটা মেনে নেয় না এটাই সমস্যা ।
দেশের প্রায় সব ভার্সিটির স্টুডেন্ট স্থানীয়দের কাছে নির্যাতিত। আপনি ও আপনারা খারাপ বলেন তাতে আমাদের কিছুই আসে যায়না। আর হ্যা ভার্সিটির মেয়েদের কেউ বিয়ে না করলেও এরা একাই থাকে সারা জীবন।
একটা কথা মনে রাখুন শ্রমের মাধ্যমে এখানে এসেছি কারো দয়া বা সহানুভূতির মাধ্যমে না।
লেখিকাঃ রিপা আহম্মেদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ছাত্রী। তার ফেসবুক টাইমলাইন থেকে অনুমতি স্বাপেক্ষে সংগৃহিত।
কিউএনবি/বিপুল/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ৭.৩৪