মা
—–
মা, চির স্রোতস্বিনী নদী,সমুদ্রের ব্যাপকতা
বিশ্বস্ত সুন্দরের কাঙ্ক্ষিত নান্দনিক মহিমা
মা, পৃথিবীর উষাবেলা, দীপ্তিত দুপুরের পরম নির্জনতা
এক বিকেল প্রশান্তির ছায়া
মা, সহনশীল বৃক্ষশাস্ত্র, আদিম গন্ধের প্রণয়ী সুখ
সবুজ বনানীর চিরহরিৎ মুগ্ধতা
মা পৃথিবীর অধিক অভয়াশ্রম
মুকুটহীন রানীর সরল অহঙ্কার
শিরোনামহীন প্রেমের অনন্ত পারিজাত
সীমাহীন সৌন্দর্যের শৈল্পিক সুষমা
মা গৃহময় প্রশান্তির পরম প্রদীপ
সোনালি ফসলের সমৃদ্ধ শোভা
এক পৃথিবীর সমগ্র অভিধান
তাবৎ বর্ণমালা, অক্ষর ও পঙক্তির মহাকাব্যিক উচ্ছাস
শাশ্বত সুন্দরের ইতিবৃত্ত
অলঙ্কারহীন সরল মাটির প্রতিমা
অনুপ্রেরণার ব্যঞ্জনায় সাহসি দ্যোতনা
মা,মহাবিশ্বের মতো অনিঃশেষ এক অনাদি উচ্চারণ
পৃথিবী পাঠের পবিত্র প্রথম মন্ত্র, হিসাববিহীন
শাস্ত্রের আজন্ম পাঠশালা
কিউএনবি/বিপুল/ ০৮ মে ২০২২ খ্রিস্টাব্দ/ রাত১০.৩৭