
বোচাগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়ে আছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদুর চিন্তা ভাবনার কারনে বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশ কে নিয়ে গবেষনা করছে য়ে, বৈশিক মহামারী করোনার মধ্যে আমাদের দেশে কোন কিছুরই অভাব হয়নি। টাকার অভাবে উন্নয়ন মুলক কোন প্রকল্পই বন্ধ হয়ে যায়নি। সব কিছুই চলছে সমানতালে। অনেক দেশে বড় বড় প্রকল্প বন্ধ হয়ে গেছে, অনেক শ্রমিক ছাটাই হয়েছে কিন্তু করোনার কারনে আমাদের দেশে একটি শ্রমিকও ছাটাইকরা হয়নি। এই সব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর শক্ত অবস্থানের কারনে।

বিশ্বের অনেক দেশ করোনার টিকার জন্য হাহাকার করেছে এবং করছে, অথচ ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ টিকা পেয়েছে, এটা গর্বের বিষয়। দেশের সমালোচকদের পিছনে ফেলে আমরা এগিয়ে গেছি। কৃষি অর্থনিতি ধরে রাখতে আমাদের কোন সাপ্লাই চেইন বন্ধ করা হয়নি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করলে সেই দেশ কখনও পিছিয়ে পরবে না। সত্যি তিনি মায়ের মমতা দিয়ে এই দেশ পরিচালনা করছেন। তাই বাংলাদেশ অনেকদুর এগিয়েছে, এই ধারাবাহিকতা রক্ষাকরা হলে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিবে। গতকাল ১২ মার্চ শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাই সাইকেল প্রদান, বসতঘর, উপজেলা কৃষি প্রশিক্ষন সেন্টার, বঙ্গবন্ধু আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার, ধনঞ্জয়পুর কবরস্থান হতে নীলাঘাট পর্যন্ত রাস্তায় ব্রিজ নির্মান, কোয়াবাড়ী নালার উপর ব্রিজ নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বোচাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আলাউদ্দীন শেখ প্রমুখ। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওমীলিগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, ভাইস চেয়ারম্যান নুর আলম প্রমুখ।
কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯