
সিলেট প্রতিনিধি : সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (১২ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা ফৌজিয়া আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল ওয়াদুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা শিলা শাহা, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে সংগীত পরিবেশন করেন।
কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫