স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মমার্মন্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে দুই বন্ধু ইমরান হোসেন (২০) ও শাওন হোসেন (২০)। এ সময় আহত হয় অপর বন্ধু আসিফ হোসেন (২০)। শুক্রবার রাত ১১ টারদিকে এক বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয় ইমরান ও শাওন। অপর বন্ধু আসিফ গুরুতর আহত হয়। ওই রাতেই আসিফকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিহত ইমরান উপজেলার মশি^মনগর ইউনিয়নের কিসমত চাকলা গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে এবং শাওন এরশাদ আলী ছেলে। আহত আসিফ হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের আবদুল আলিমের ছেলে।
মশিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, তিন বন্ধু ইমরান, শাওন ও আসিফ শুক্রবার রাতে খেদাপাড়া বাজারের পাশে আনিচুর রহমান নামে তাদের এক বন্ধু বাড়িতে দাওয়া খেতে যায়। সেখান থেকে রাত ১১ টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে খেদাপাড়া বাজারের বৈদ্যনাথ তলা মন্দিরের পাশে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ভেঙ্গে চুরমার হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ইমরান ও শাওন। গুরুতর আহত হয় অপর বন্ধু আসিফ। পরে স্থাণীয়রা তাকে উদ্ধারের পর প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য আসিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মনিরামপুর থানার ওসি(সার্বিক) নূর ই আলম সিদ্দিকী জানান, রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় শনিবার দুপুরের দিকে লাশ দুইটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ দিকে সড়ক দূর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৯