
সিলেট প্রতিনিধি : নানান অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সিলেটে বিশ্ব কিডনী দিবস পালন করা হয়েছে। বিশ^ কিডনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) দিনব্যাপি কিডনী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ‘সুস্থ্য কিডনী সবার জন্য, জ্ঞানের সেতু বন্ধনে সাফল্য’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারকার বিশ্ব কিডনী দিবস পালন করা হয়। কিডনী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো বিনামূল্যে উচ্চ রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষা, কিডনী রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, ও বর্ণাঢ্য র্যালি।
সিলেট শহরতলীর ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাজিরগাঁওস্থ স্থানে প্রায় আড়াই বিঘা জমির উপর ১০০ কোটি টাকা ব্যয়ে ১০তলা বিশিষ্ট ২০০ শয্যার নির্মাণাধীন কিডনী ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণে আড়াই শতাধিক মানুষকে বিনামূল্যে উচ্চ রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষা, কিডনী রোগ নির্ণয়, ও চিকিৎসা পরামর্শ পরামর্শ দেয়া হয়। কিডনী ফাউন্ডেশন হাসপাতাল-এর অস্থায়ী শাখা উপশহর থেকে সকাল ১০ এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিশ্ব কিডনী দিবস উপলক্ষে দিনব্যাপি নানান অনুষ্ঠানমালায় অংশ নেন কিডনী ফাউন্ডেশন সিলেটের পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. নজমুস সাকিব, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. কাজী মুশফিক আহমেদ, শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মাজিদ, কো-অর্ডিনেটর মিসেস ফরিদা নাসরিন, সদস্য মোস্তফা শাহজামান চৌধুরী, ডা. হাসিনা চৌধুরী কেয়া, ইহতেমাম উদ্দীন মনজুর, মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আলী ইমাম ও ফাতেহা তাসনিম, উবায়েদ বিন বাসিত সুমন, প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান রাসেল ও ম্যানেজার আতিকুর রহমান প্রমূখ।
কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮