
সিলেট প্রতিনিধি : ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ হাবিবুর রহমান মজলাইকে মনিন্দ্র রঞ্জন দে কর্তৃক প্রাণনাশের হুমকি ও অপদস্থের প্রতিবাদে মঙ্গলবার (০৮ মার্চ) নগরীর চালিবন্দর মাদানী সিটিতে এলাকাবাসীর উদ্যেগে মানববন্ধন করা হয়। প্রবীণ মুরুব্বি শামীম আহমদের পরিচালনায় ও ফজলু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন হাবিবুর রহমান মজলাই, প্রবীণ মুরুব্বি ববি মিয়া, আহমদ মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘হাবিবুর রহমান মজলাই এলাকার একজন শালিসি ব্যক্তিত্ব। অত্র এলাকার সকল ন্যায়সঙ্গত আন্দোলন তিনি একজন অগ্র সৈনিক। গরীব-দুঃখী অসহায় মানুষ প্রতিনিয়ত তার দ্বারা উপকৃত হচ্ছে। তার মতো একজন সজ্জন ব্যক্তিকে প্রাণনাশের হুমকি পাশাপাশি অপদস্থ করা হয়েছে যা সভ্য সমাজে কখনো মেনে নেওয়া যায় না। মনিন্দ্র চন্দ্র দে একজন চিহ্নিত ভূমিখেকো, সে ও তার সন্ত্রসী বাহিনী মাদানি সিটিতে ত্রাসের রাজত্ব কায়েম করছে। মাদানী সিটির মানুষ আজ মনিন্দ্র ও তার সস্ত্রাসী বাহিনীর ভয়ে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।’
মানববন্ধনে বক্তারা অভিলম্বে মনিন্দ্র সংখ্যালগুর নাম ব্যবহার করে মাদনি সিটিতে জায়গা দখলের অপতৎপরতা চালাচ্ছে। তারা অভিলম্বে এ অপতৎপরতার বন্ধ করতে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ও প্রবীণ মুরুব্বি হাবিবুর রহমান মজলাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আলী হোসেন, হেলাল আহমদ, সালাম মিয়া, আবুল লেইস, ইমন আহমদ, ফজলু মিয়া, আমিনুর রহমান রাহি প্রমুখ।
কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১