
সিলেট প্রতিনিধি : চাল, ডাল, তৈল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ মার্চ) বিকেলে দক্ষিণ সুরমার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দক্ষিণ সুরমার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে বাবনা পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছাদেক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রুমেল আহমেদ রোশনের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক ছাত্রনেতা ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হোসেন আহমেদ রুহুল।
আরো বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, আবু রায়হান রাজু, আব্দুল বাসিত, কাওছার আহমেদ, তোফায়েল আহমেদ, রাসেল আহমেদ, হেলিম হোসেন, মোঃ জয়নুল ইসলাম শিপন,আলী হোসেন , ইমন আহমদ, সোহেল আহমদ, রুহুল আহমদ, মিসবাহ আহমদ, তারেক আহমদ, রাহাত আহমদ, সিজান হোসেন, রাকিল আহমদ, নাজমুল ইসলাম, পাবেল আহমদ, শুভ আহমেদ, রাহেল হোসেন, মঈন উদ্দিন, সেবুল আহমদ, শাকিল আহমদ, শাহেদ আহমদ, রাব্বী আহমদ, বাবলা হোসেন, শাহিন আহমদ, রুমেল আহমদ, জাহেদ আহমদ, রুমান, ইমন, শিব্বীর, সজিব, ফাহিম, খোকন, মিলাদ, জাহেদ, সুমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হোসেন আহমেদ রুহুল বলেন, চাল, ডাল, পেঁয়াজ, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। সামনে পবিত্র রমজান মাস। কিন্তু প্রতিদিন যেভাবে নিত্য পন্যের মূল বাড়ছে তাতে করে দিনমজুর ও মধ্যবিত্ত মানুষের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। দেশ পরিচালনায় ব্যর্থ সরকারের বাস্তবমূখী প্রদক্ষেপ গ্রহণ না করার কারণে দেশ আজ চরম এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারের দমন পীড়নে সাধারণ মানুষ আজ বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫