
ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু এখনো ষড়যন্ত্র থেমে নেই। দেশের আগ্রযাত্রা থামিয়ে দিতে এখনো ষড়যন্ত্র হচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভালো না লাগার বেরামে পেয়েছে। দেশকে পিছিয়ে নিতে চায় তারা। কাজেই আপনাদের সব সময় চোখ-কান খোলা রাখতে হবে।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, একটি কুচক্রীমহল দেশকে যেভাবে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা অব্যাহত রেখেছে, ছাত্রলীগের নেতাকর্মীদের সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাদের সব ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বুকে ধারণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, এ ভাষণটি কী অপূর্ব, কী অকল্পনীয়, তা আমরা লক্ষ করলেই দেখতে পাই। ওই ভাষণে বঙ্গবন্ধু নিপুণ কৌশলের আশ্রয় নিয়েছিলেন। তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিয়ে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুকে যেন কেউ বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে অভিহিত করতে না পারে সে দিকে তাঁর সজাগ দৃষ্টি ছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজীর সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮