শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোলে ব্যাংকের চেক জালিয়াতি, বাড়ি দখল ও শুল্ক ফাঁকির প্রতিবাদ করায় এক ব্যাবায়ীকে তার বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আইান সহায়তা পেতে ব্যবসায়ী রেজাউল ইসলাম ২ জনকে আসামী করে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ করেছে। রেজাউল ইসলাম বেনাপোল ছোটআঁচড়া গ্রামের বাসিন্দা। রেজ্উাল ইসলামের অভিযোগে জানাগেছে, তিনি দীর্ঘ দিন ধরে বেনাপোলে সি এন্ড এফ ব্যবসার সাথে জড়িত। তার তানভিন এন্টার প্রাইজ নামে প্রতিষ্ঠানের সাময়িক সমষ্যায় ব্যবসা বন্ধ হয়ে যায়।
এ সময় রেজাউল ইসলাম তার ব্যবসা চালাতে বেনাপোল চোটআঁচড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আসাদুজ্জামান আসাদ (৫২) ও গোলাম সরদারের ছেলে খানজার আলী’র (৪৮) সাথে সিএন্ডএফ ব্যবসা শুরু করেন। আসাদুজ্জামান আসাদ ও খানজার আলী বেনাপোল একটি সিএন্ডএফ অফিসের কর্মচারী বলে জানাগেছে। ব্যবসার এক পর্যায় আসাদুজ্জামান আসাদ ও খানজার আলী জালিয়াতি করে নকল বিল অব এন্ট্রি তৈরী করে ব্যবসায়ী জেরাউল ইসলাম এর ব্যবসার সরকারী ডিউটি কাস্টমসে জমা না দিয়ে প্রায় ৫৬ লক্ষ টাকা আত্মস্বাত করেন। বিষয়টি বেনাপোল কাস্টমসের চোখে ধরা পড়ে। এ সময় বেনাপোল কাস্টমস কতৃপক্ষ রেজাউল ইসলামের আমদানী কারকদের নামে শুল্ক ফাঁকির টাকা আদায় করতে ডিমান্ড জারী করে। ব্যবসায়ী রেজাউল ইসলাম বিষয়টি অবহিত হয়ে বেনাপোল কাস্টমস হাউসে আমদানি কারকের পক্ষে ৫৬ লক্ষ টাকা জমাদেন।
অভিযোগে আরও জানাযায়, শুল্ক ফাঁকির ঘটনাটি আসাদুজ্জামান আসাদ ও খানজার আলীকে জানালে তারা ব্যবসায়ী রেজাউলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ঘটনা বেগতিক দেখে ব্যবসায়ী রেজাউল ইসলাম,বেনাপোল পৌর সভায় আসাদুজ্জামান আসাদ ও খানজার আলী’র বিরুদ্ধে অভিযোগ করেন। যার নং ১০/২০২০, তাং ১৪/০৯/২০। তিনি বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনেও অভিযোগ করেন। যা এখনও বিচারাধীন রয়েছে। এ ছাড়া আসাদুজ্জামান আসাদ ও খানজার আলী’র বিরুদ্ধে ২টি চেক জালিয়াতির অভিযোগ রয়েছে বলে জানান, তিনি বলেন তার বড় ভাই শহিদুল ইসলাম স্বাক্ষরীত ব্যাংকের ড্রিল এর টাকা লেনদেন করার জন্য আসাদুজ্জামান আসাদ ও খানজার আলী’র কাছে ২টি তার কাছে দেওয়ার জন্য দেয়। আসাদুজ্জামান আসাদ ও খানজার আলী তাকে একটি চেক হস্তান্তর করেন।
অপরটিতে আসাদুজ্জামানের নাম লিখে ২৫ লক্ষ টাকার অংক বসিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টা করছ্।ে এ ছাড়া ব্যবসায়ী রেজাউল ইসলাম এর বড় ভাই শহিদুল ইসলাম এর যশোর সংকরপুর এলাকায় ১৩ শতকে জমির উপরে ৩টি বাড়ি ও ৪টি দোকান ঘর জোর দখল করে ভাড়া উত্তোলন করছে। যে কারনে ব্যবসায়ী রেজাউল ইসলাম প্রতারক আসাদুজ্জামান আসাদ ও খানজার আলী’র বিরুদ্ধে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অভিযোগ দিয়েছে। এ কারনে প্রতারক আসাদুজ্জামান আসাদ ও খানজার আলী ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী রেজাউল ইসলামকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করছে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রতারক আসাদুজ্জামান আসাদ ও খানজার আলী কাছে,০১৭১২০৮৩১৪৮ ও ০১৯১৬৬১৩৪৮৬ নম্বরে যোগাযোগ কররে তারা রিসিব করেননি। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইঞা বলেন অভিযোগ পেয়েছি। যা তদন্ত করে অপরাধী যেইহোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিসয়টি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন।
কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫১